• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

অপরাধ

আন্তঃজেলা চার মোটরসাইকেল চোরকে রিমান্ডে এনে মোটরসাইকেল উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০২২

কুমিল্লার নাঙ্গলকোটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরের চার সদস্যকে রিমান্ডে এনে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। গত ২১ নভেম্বর সোমবার রাতে লাকসাম উপজেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার মোটরসাইকেল চোরের চার সদস্যকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর রামদেবপুর গ্রামের মৃত. আনোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম সবুজ (২৫), কবিরহাট উপজেলার চন্দ্রসুদ্দি গ্রামের আবু নাছেরের ছেলে ইয়াছিন ওরফে পারভেজ (২৪) ও সোনাইমুড়ী উপজেলার আমকি গ্রামের লোকমানের ছেলে শাহাদাৎ হোসেন ওরফে জুয়েল (২৪) ও লাকসাম উপজেলার পৌর সদরের বিনই গ্রামের ওসমান গনির ছেলে শাহাদাত হোসেন সোহাগ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য গ্রাম থেকে ছাত্রলীগ নেতার জাহাঙ্গীর আলমের একটি মোটরসাইকেল প্রকাশ্য দিবালোকে চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজের সূত্র ধরে গত ২৩ অক্টোবর রবিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা গেইটের সামনে থেকে ধাওয়া করে তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনা এসআই কামাল হোসেন বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। পাশাপাশি ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। সে অনুযায়ী আদালত ওই চোরদের একদিনের রিমান্ড মঞ্জুর করলে গত ২১ নভেম্বর সোমবার তাদের থানায় আনা হয়। রিমান্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরদের তথ্যমতে লাকসাম উপজেলার পৌর সদরের দামুইছা গ্রামে থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে এসআই কামাল হোসেন।
এ বিষয়ে এসআই কামাল হোসেন বলেন, আদালতের মাধ্যমে আসামিদের একদিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরদের তথ্যমতে লাকসাম উপজেলার পৌর সদরের দামুইছা গ্রামে থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করি। মঙ্গলবার আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করি।

 

 

মো. দুলাল মিয়া

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

২২—১১—২০২২.

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads